প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হাবীবুল্লাহ। তিনি এর আগে ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে গোপালগঞ্জে নতুন এসপি হিসেবে নিয়োগ দেয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে রদবদল করা হয়। এর অংশ হিসেবে মোঃ হাবীবুল্লাহ গোপালগঞ্জের এসপি হিসেবে নিয়োগ পান।
এর আগে ২৪ নভেম্বর লটারির মাধ্যমে নতুন এসপিদের তালিকা ঘোষণা করা হয়। তার পূর্বে, ২২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচনকালীন সময়ে পুলিশের নিয়োগ, বদলি ও দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত