প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 26, 2025 ইং
৬৪ জেলায় পুলিশ সুপার রদবদলের প্রজ্ঞাপন জারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) রদবদল করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।
এর আগে গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করে সরকার।
জানা গেছে, লটারির মাধ্যমে এসপি হিসেবে যারা নিয়োগ পেলেন তাদের এক-চতুর্থাংশ নতুন মুখ। বাকিরা বর্তমানে বিভিন্ন জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে লটারির মাধ্যমে তাদের জেলা পরিবর্তন হয়েছে।
‘‘৬৪ জেলার পুলিশ সুপারকে দেখতে এখানে ক্লিক করুন’’
এদিকে পৃথক প্রজ্ঞাপনে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার পদে এসেছে নতুন মুখ। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মো. জিল্লুর রহমানকে আরএমপির পুলিশ কমিশনার করা হয়েছে। আর আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফয়ানকে ঢাকা পুলিশ অধিদপ্তরে ডিআইজি পদে বদলি করা হয়েছে।
এছাড়া পৃথক আরেক প্রজ্ঞাপনে পুলিশের আরও ১৩ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত