প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
বক্তব্য কাটছাঁট করে বিভ্রান্তিকর প্রচার—সাবেক এমপি শফিকুর রহমান কিরণের তীব্র নিন্দা

মোঃ অপু ঢালী
শরিয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুর-২ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার বক্তব্য কাটছাঁট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন অর্থে প্রচার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক সংসদ সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি এবং শরীয়তপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।
নড়িয়া উপজেলায় প্রেসক্লাবের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন।
সম্প্রতি সখিপুরের চরভাগা এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার একটি ভিডিও বিকৃত ও কাটছাঁট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। কিরণের সমর্থকদের দাবি—এই ভিডিও মূল বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে প্রচার করা হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশে আলহাজ্ব শফিকুর রহমান কিরণ বলেন,
“আমার জনপ্রিয়তা দেখে স্বার্থান্বেষী মহল বক্তব্যের অংশ কেটে ভিন্ন অর্থে ছড়িয়ে সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করতে চাইছে। আমি সত্য ও ন্যায়ের পথে আছি এবং থাকবো। জনগণ এসব মিথ্যা অপপ্রচার বিশ্বাস করে না—এর জবাব জনগণই দেবে।”
তিনি আরও বলেন,
“এসব বিভ্রান্তিকর প্রচারণা ভোটারদের ভুল পথে নিতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও প্রচারের আগে এর সত্যতা যাচাই করা প্রয়োজন।”
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে কিরণ বলেন,
“অপপ্রচার সত্যকে থামাতে পারে না, মিথ্যা কখনো টেকে না। যারা ভয় পায় তারাই অপপ্রচার করে। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই রাজনীতি করি। আপনারা সত্য তুলে ধরুন—বাকিটা জনগণই আমাদের হয়ে বলবে, ইনশাআল্লাহ।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত