প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রুখতে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির কঠোর অবস্থান

১৩ নভেম্বর: নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য অপকর্ম রোধে এবং ১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি সংক্রান্ত অবস্থানকে কেন্দ্র করে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। ১২ নভেম্বর বিকেল ৪টা থেকে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী ইকরাম মিন্টু ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কদমতলা মোড়ে সমাপ্ত করা হয়।
বিক্ষোভ শেষে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা জানান যে ওয়ার্ডের প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকা সাবধানে নজরদারিতে রাখা হয়েছে, যাতে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন ওখানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে না পারে।
১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী ইকরাম মিন্টু বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেয়া হবে না। মাঠে নামার চেষ্টা করলে শক্ত হাতে তাদের দমন করা হবে। ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি বিগত ১৭ বছর ধরে যে সংগ্রাম করেছে, এখনও নিজেদের জীবন দিয়ে হলেও দেশ রক্ষায় পিছু হটবে না।”
সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন বলেন, “ওয়ার্ডে কোনোরকম অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা বা চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। একটি সন্ত্রাসীকেও ছাড় দেওয়া হবে না; ওয়ার্ডে বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো চেষ্টা ভয়াবহ পরিণতির মুখে ফেলবে।”
এ কর্মসূচিতে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি পিয়ার সুমন, ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রানা সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা ও কর্মীবৃন্দ
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত