প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 1, 2025 ইং
আশুগঞ্জে পুলিশের অভিযানে ১৩০ কেজি গাঁজা উদ্ধার, পিকআপসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ (একশত ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শনিবার (১ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে আশুগঞ্জ থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন আলমনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১৩০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১️মোঃ আব্দুল আলীম প্রকাশ মওসুম (৩১), পিতা- ঝাড়ু মিয়া, মাতা- লাকী বেগম, সাং- কমলপুর আমলাপাড়া, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ।
২️সাকিব (২২), পিতা- চান মিয়া, মাতা- ফাতেমা বেগম, সাং- রতনপুর, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী।
পুলিশ জানায়, এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত