
প্রতিটি ভোরই যেন এক নতুন পৃষ্ঠা — যেখানে আমরা লিখে যাই দিনের গল্প। তবে সেই গল্পের সুর অনেক সময় ঠিক করে দেয় অদৃশ্য কিছু শক্তি, তারকা ও গ্রহের গতি। আজকের দিনটি কেমন কাটবে, কোন পথে শুভ সুযোগ বা সতর্কতা রয়েছে — জেনে নিন আপনার রাশিফল থেকে।
বন্ধুর সহায়তা পাবেন। কর্মক্ষেত্রে পারফরম্যান্স ভালো হবে। পেটের সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় লাভ বাড়বে, প্রভাবশালী কারও সংস্পর্শে আসবেন।
কিডনি বা ইউরিনজনিত সমস্যা হতে পারে। উদ্বেগ বাড়তে পারে। অর্থলাভে সাময়িক বাধা, ঋণ পরিশোধে সমস্যা হবে। হাড় ও ত্বকের সমস্যা দেখা দিতে পারে।
কাঙ্ক্ষিত কিছু পাওয়ার সম্ভাবনা। ঠান্ডাজনিত অসুস্থতা বাড়বে। গুরুজনের সঙ্গে মতভেদ হতে পারে। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোবে। আয় ভালো হলেও খরচও বাড়বে।
বড় বিপদ থেকে রক্ষা পাবেন। অংশীদার ব্যবসায় লাভ হবে। ভ্রমণে বিপদের আশঙ্কা। ভালো বিয়ের প্রস্তাব পেতে পারেন। প্রতিযোগিতায় জয়ের সম্ভাবনা।
জলবাহিত রোগ বাড়তে পারে। সম্পত্তি কেনা নিয়ে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। মানসিক উদ্বেগ বাড়বে। সাময়িকভাবে অর্থনৈতিক বাধা দেখা দিতে পারে।
বিরোধে না জড়ালে ভালো ফল পাবেন। জীবনে নতুন প্রেমের সম্ভাবনা। গুরুজনের সঙ্গে মতবিরোধ হতে পারে। আইনি ঝামেলা এড়িয়ে চলুন।
চোখের সমস্যা দেখা দিতে পারে। কটু কথা বললে শত্রুতা বাড়বে। দূরে কর্মরত কেউ বাড়ি ফিরতে পারেন। নতুন ব্যবসা শুরু করার যোগ রয়েছে। পুরনো ঋণমুক্তি সম্ভব।
আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বাড়বে। খরচ বৃদ্ধি পেতে পারে। নতুন বাড়ি কেনার সুযোগ। বেআইনি কাজে জড়াবেন না। সামাজিক কাজে অর্থব্যয় হতে পারে।
কর্মক্ষেত্রে কথাবার্তায় সাফল্য পাবেন। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। চিকিৎসাজনিত খরচ বাড়বে। বিদেশে চাকরির সুযোগ তৈরি হতে পারে।
সঠিক সিদ্ধান্তে ব্যবসায় লাভ হবে। নতুন ব্যবসার সম্ভাবনা। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। ঠান্ডা লাগতে পারে। বাবার স্বাস্থ্যের দিকে নজর দিন।
চিকিৎসা খাতে ব্যয় বাড়বে। সহজ অর্থলাভের প্রলোভনে পড়বেন না। দাম্পত্যে ভুল বোঝাবুঝি হতে পারে। দূরে ভ্রমণ হতে পারে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা।
পুরনো ঋণ শোধ হবে। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। খেলাধুলায় সাফল্যের সম্ভাবনা। সন্তানের বিষয়ে সুখবর পাবেন। পায়ে আঘাতের আশঙ্কা।