প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 24, 2025 ইং
ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের আত্নপ্রকাশ ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ০৮ নং রাধানগর ইউনিয়নে নিজপানুয়া যুব সংঘের আত্নপ্রকাশ হয়েছে।এই উপলক্ষে সংগঠনটির কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে।
২৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নিজপানুয়া উচ্চ বিদ্যালয় স্কুল সংলগ্ন সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজপানুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি জিয়াউল হাসান খন্দকার হুমায়ুন এর সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি সাইফুল হক সজিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুুল বাশার।
অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাধানগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও রাধানগর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহাবুব, নিফাজ ফুডস এর সত্বাধীকারী ফজলুল বারী মহসিন, বিশিষ্ট সমাজ সেবক মহব্বত আলী মুন্সি ও বিশিষ্ট সমাজ সেবক হাফেজ আহাম্মদ। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মজিবুর রহমান ও সাধারন সম্পাদক মোঃ আব্দুল কাদের।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন থানার সাবইন্সপেক্টর এসআই হাবিজ উদ্দীন ,শিক্ষক সিদ্দীক উল্যাহ্ খোন্দকার( দুলাল),রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আতাউল কবির ও দেলোয়ার হোসেন এবং জান্নাতুর রায়হান খোন্দকার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত