
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২২ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউএনও কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা ও রামদী ইউনিয়ন প্রশাসক মো. শহিদুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও রাজনৈতিক নেতারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সবচেয়ে বড় শক্তি। চালক ও পথচারী উভয়কেই সড়ক নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা সবাইকে মানসম্মত হেলমেট ব্যবহারের পাশাপাশি গতি নিয়ন্ত্রণে থাকার আহ্বান জানান।