কিশোরগঞ্জ জেলার ভৈরবে ৭ হাজার ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্মৃতি মনি (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেল।
বুধবার ভৈরব উপজেলার পঞ্চবটি গ্রামের রেলওয়ে (সুইপার) কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বসতঘর তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, স্মৃতি মনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।