নারায়ণগঞ্জে মরহুম আলহাজ্ব নূরুল হক স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের ১নং বাবুরাইল লেকপাড় সংলগ্ন মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওবায়েদ উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“সমাজকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা পারে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে রাখতে। তাই যুব সমাজের প্রতি আহ্বান, মাদককে না বলুন এবং মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হোন।”
তিনি আরও বলেন,
“যার নামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তিনি ছিলেন একজন ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়। তিনি দৌড়বিদ ছিলেন, ক্রিকেট খেলতেন এবং ফুটবলকে অত্যন্ত ভালোবাসতেন। আজ তার অর্জিত সম্মাননা পদকগুলো কেবল স্মৃতি হয়ে আছে। আমার বড় ভাই মরহুম আলহাজ্ব নূরুল হক আজ আমাদের মাঝে নেই, তবে তার দুই পুত্রসন্তান আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করছি।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, ১নং বাবুরাইলের আলহাজ্ব মো. সাদেকুস সামাদ রিপন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান উপদেষ্টা মো. নাদিম বেপারী এবং বিকেএমইএ’র সদস্য মামুনুর রশীদ মামুন।
রফিকুল ইসলাম লাভলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল আল হোসেন বাপ্পি, মাজহারুল ইসলাম দোলন, মো. সরদার সেন্টু, মো. রিপন, মো. শওকত বেপারী, মো. বাইজিদ ও মো. মামুন।
ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম খান।
উদ্বোধনী খেলায় সোয়াদা স্পোর্টিং ক্লাব বনাম আর এফ সি জুনিয়র দল প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে দর্শকদের দারুণ একটি খেলা উপহার দেন।
খেলার আয়োজনে ছিলেন— জিরন, জামাল, মিঠুন, সানি, আবদুল, মামুন, ইমরান, লিটন, রোমান, হৃদয়, আলিফ, রিফাত ও রৌদ্র।