
আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুরে অবস্থিত পার্কটি ৪ হাজার ৯০৯ একর ভূমির ওপর গড়ে উঠেছে, যার মধ্যে ৩ হাজার ৮১৯ একর জায়গাজুড়ে রয়েছে টিলা ও শালবনসমৃদ্ধ প্রাকৃতিক পরিবেশ। ২০১৩ সালে উদ্বোধনের পর থেকে এটি দেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণকেন্দ্র হিসেবে পরিচিতি পায়।
পার্কের অন্যতম আকর্ষণ ‘কোর সাফারি’— যেখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীকে প্রাকৃতিক পরিবেশে কাছ থেকে দেখার সুযোগ পান দর্শনার্থীরা। সম্প্রতি টানা বৃষ্টিতে সাফারির অভ্যন্তরীণ সড়কগুলোর বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন চলছে সংস্কার কাজ।
পার্কের সহকারী বন সংরক্ষক মোঃ তারেক রহমান বলেন,
“শীত মৌসুমে বিপুল সংখ্যক দর্শনার্থী আসবেন বলে আমরা এখন থেকেই রাস্তা ও পার্কের বিভিন্ন অবকাঠামো সংস্কারের কাজ করছি। পাশাপাশি সৌন্দর্য বাড়াতে নতুন করে ফল ও ফুলের গাছ রোপণ করা হচ্ছে, যাতে প্রাণীদের প্রাকৃতিক খাবারের জোগানও নিশ্চিত হয়।”
তিনি আরও বলেন, পার্কে নিরাপদ ও উপযোগী পরিবেশ তৈরি করা গেলে প্রাণীদের প্রজনন বৃদ্ধি পাবে এবং পার্কের জীববৈচিত্র্য আরও সমৃদ্ধ হবে।
তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে, দর্শনার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ৮টি সাফারি বাসের মধ্যে ৬টিরই এসি নষ্ট। কয়েকটি বাসে ছোট ফ্যান লাগানো হলেও তা পর্যাপ্ত নয়। ফলে দর্শনার্থীরা গরমে ভোগান্তিতে পড়ছেন এবং অনেকে বাধ্য হয়ে বাসের জানালা খুলে ভ্রমণ করছেন, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
পার্কের কর্মীরা জানান, শীতের আগে যানবাহনের ত্রুটিগুলোও মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পর্যটকরা নির্বিঘ্নে সাফারি উপভোগ করতে পারেন।