
বিশ্বের বৃহত্তম বেসরকারি ঋণদান প্রতিষ্ঠান আশা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা এমএসএমই শাখার দুই প্রয়াত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সদস্যের মোট বত্রিশ লক্ষ তিরানব্বই হাজার তিনশ পাঁচ টাকা ঋণ মওকুফ করেছে। পাশাপাশি ছয় লক্ষ একত্রিশ হাজার চারশ ছিয়াত্তর টাকা সঞ্চয় ফেরতের চেক হস্তান্তর করা হয়।
রোববার (১৩ অক্টোবর) বিকেলে মেড্ডা এমএসএমই ব্রাঞ্চে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চেক গ্রহণ করেন প্রয়াত সদস্য মোঃ মস্তুফার সহধর্মিণী মমতাজ বেগম এবং প্রয়াত সজল চন্দ্র দাসের স্ত্রী সুপ্রভা চন্দ্র দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ডিভিশনাল কার্যালয়ের ডিভিশনাল ম্যানেজার মোঃ রুহুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী ডিভিশনাল ম্যানেজার অভিনাশ বেপারী, ব্রাহ্মণবাড়িয়া সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ মোশারফ হোসেন,
সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ জয়নাল আবেদীন এবং
মেড্ডা এমএসএমই ব্রাঞ্চের সিনিয়র এমএসএমই ম্যানেজার মোঃ স্বপন মাহমুদ।
এ সময় ডিভিশনাল ম্যানেজার মোঃ রুহুল আমিন বলেন,
“আশা শুধুমাত্র ঋণ প্রদান নয়, বরং দরিদ্র জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কাজ করছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।”
অনুষ্ঠানে মেড্ডা এমএসএমই ব্রাঞ্চের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।